Tokai street children bangla poem
পথের ধারে বস্তা কাঁধে
ঘুরে বেড়ায় যারা,
অনাআহারে অর্ধাহারে
জীবন কাটায় তারা।
নাম থাকতেও টোকাই নামে
সবাই তাদের ডাকে,
পচা পানির ডোবার পাশে
বসত বানায় থাকে।
দিনটা শেষে রাতটা হলেই
ঘুমিয়ে পরে পথে,
মশার কামড় পায়ের আঁচর
নিত্য জীবন রথে।
টোকাই নামের হাঁকে ডাকে
নিজের নামটা হারায়,
বস্তা কাঁধে সস্তা দরে
সাধের জীবন কাটায়।

Facebook Comments