Shahjahan Mohammad
ফলাফল অংকে
শাহজাহান মোহাম্মদ
অংকটাকে খন্ড করে
লিখি যত বার
ফলাফলটা পাইনা খুঁজে
বন্ধ সকল দার।
মনে মনে ধরি কত
রাখব সরল পথ
গুণ ও ভাগের চিহ্নটাতে
দেখি সবার মত।
ঐকিক আর লসাগুতে
পাই না কারো মিল
সঠিক কিছু করতে গেলে
মাথায় ধরে খিল।
শতকরাতে সুদের হার
কড়ায় গন্ডায় হয়
যোগ বিয়োগের হিসাব সে তো
এতো সহজ নয়।
Shahjahan Mohammad
Facebook Comments