Lyricist Aminul Islam Mamun
আর কতোকাল চলবি এমন
গীতিকার ও সুরকার:
আমিনুল ইসলাম মামুন
শিল্পী: পূর্ণ মিলন
আর কতোকাল চলবি এমন
এবার পাবি খোদার ডাক
ওই পাড়ে তোর যেতে হবে
এবার মনো তৈরি থাক॥
ওজনে তুই কম দিয়েছিস
কতো জনের হক নিয়েছিস
মিথ্যা বলে পূণ্য তরীর
তলা করলি ফাঁক॥
আযানে তুই দেসনি সাড়া
দেহটা তোর দেয়নি নাড়া
পূণ্য ছেড়ে একে একে
ভরলি পাপের তাক॥
হিংসাতে তুই বুক ভরেছিস
দম্ভঘোড়ায় খুব চড়েছিস
ছেঁড়া পোশাক দেখলে কারও
বলতি- দূরে থাক॥
আপন ঘর
গীতিকার: আমিনুল ইসলাম মামুন
সুরকার: রাজু মন্ডল
সঙ্গীত: পূর্ণ মিলন
আমি আপন ঘরে ঘুমাবো রে
এবার নিবো ছুটি
ভাঙবে এবার মায়ার সাথে
আমার সুখের জুটি॥
কেউ যাবে না, সারা জনম
ছিল যারা সাথে
বিদায় গোসল দিবে ওরে
কেউবা নিজের হাতে।
ভেঙে যাবে এ জীবনের
সকল মায়ার খুঁটি॥
পূণ্য-পাপের হিসাব দিতে
যাবে না রে কেহ
মাটির ঘরে রাখা হবে
এই যে সোনার দেহ।
বন্ধ হবে এই দুনিয়ার
সকল খেলার গুটি॥
Lyricist Aminul Islam Mamun
বিজয় মানে
গীতিকার: আমিনুল ইসলাম মামুন
সুরকার: মিতু মোর্শেদ
কণ্ঠশিল্পী: মণি বাড়ৈ
বিজয় মানে নীল আকাশে
মুক্ত পাখির ঝাঁক
বিজয় মানে আমার মায়ের
মিষ্টি মধুর ডাক\
বিজয় মানে স্বপ্ন নিয়ে
বাবার ছুটে চলা
বিজয় মানে স্বাধীনভাবে
সত্য কথা বলা।
এ বিজয়ই সবার বুকে
আনলো নতুন বাঁক\
বিজয় মানে রাত্রি শেষে
শান্ত শীতল ভোর
বিজয় মানে সবার বুকে
মুক্ত মনের দোর।
সেই ভোরটি সবার বুকে
চির অটুট থাক\