kobita somogro potho shishu

আমরা যখন পেটটা ভরে
খাচ্ছি মুঠো ভাত
ঠিক তখনি হাজার শিশু
উপোস কাটায় রাত।

পড়ছি লিখছি স্কুলেতে
ঘুরছি শিশু মেলায়
পথের বুকে অনেক শিশু
কাটাচ্ছে দিন হেলায়।

নাই যে বাড়ি নাই প্রিয়জন
কেউ বাসেনা ভালো
ওরাও শিশু সুধী সমাজ
ওদেরও দাও আলো।

সব শিশুরা সমানভাবে
জীবন ফুলে ভরবে
কেউ হবেনা পথ শিশু
আলোয় বিশ্ব গড়বে।

Facebook Comments