kazi nazrul islamic gojol kobe se modinar pothe
কবে সে মদিনা পথে
গিয়াছে সুজন।
বহায়ে নয়ন-বারি (আমার)
ভিজায়ে বসন।
রমজানের চাঁদে নবী,
পাঠায় সদা নূরের ছবি,
পাগল করে আমার মন
করেছে হরণ।
পশুপাখি তরুলতা,
তাদের শুধাই পথের কথা,
কেমনে পাবো সে চাঁদে
জীবন-শরণ।
খুঁজে সে মদিনা-নাথে,
কেঁদে ফিরি পথে পথে,
কোথা গেলে পাবো আমি
ও রাঙা চরণ।
Facebook Comments