kazi nazrul islam kobita
মোহাম্মাদ মোস্তফা সাল্লেয়ালা
তুমি বাদশাহের বাদশা
কামলি ওয়ালা।
পাপে তাপে পূর্ণ
আঁধার দুনিয়া,
হোল পুন্য বেহেস্তি
নূরে উজালা।
গোনাহগার উম্মত
লাগি তব আজও
চেন নাহি কাদিছ নিরালা।
কিয়ামাতে পিয়াসি
উম্মত লাগি
দাড়ায়ে রবে লয়ে
তহুরার পিয়ালা।
চলিবে রোজ হাশরে
দ্বাদশ রবি কাঁদিবে
নাফসি বলে সকল নবী
ইয়া উম্মাতি ইয়া উম্মাতি
একলা তুমি কাঁদিবে
খোদার পাক আরশ চুমি,
পাপী উম্মত ত্রান তব জপ মালা
করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান
তব গুন গাহিল খোদ আল্লাহ্ তায়ালা।