Iftekhar Ahmed poems
ঈদুল আযহা
ইফতেখার আহমেদ
ঈদে বাড়ি ফেরা মানুষের
আনন্দ-মূখর যাত্রায়,
নিজের মনটাও নেচে উঠে আজ,
বাড়ি যাওয়ার প্রত্যাশায়।
বাস, ট্রেনে,লঞ্চ আর ষ্টিমারে,
মানুষ যাচ্ছে বাড়ি ঈদ উৎসবকে ঘিরে।
মানছেনা কেউ স্বাস্থ্যবিধি, মানছেনা নিয়মনীতি।
কারো মাঝে নেইকো কোন করোনা ভাইরাসের ভীতি।
এদিকে অপেক্ষার প্রহর গুনছেন মা,
ঘরের জানালার গ্রীলটা ধরে।
সন্তানরা কখন আসবে ফিরে,
পুত্রবধূ নাতি-নাতনীদের নিয়ে।
ভাই-বোনদের আনন্দের জোয়ার,
চলছে সারা ঘরে,
ঈদের গিফটা পেলে তাদের,
মনটা যাবে জুড়ে।
বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়,
কুরবানীর পশু আছে দাড়ায়।
কুরবানী হওয়ার তরে।
রুটি মাংস হবে বিলি,
পাড়ার ঘরে ঘরে।
ছেলে-মেয়েরা ঘুরে ফিরে আনন্দ উল্লাশে,
কুরবানী ঈদের মজার খাবার খাবে অনায়াসে।
Iftekhar Ahmed poems