Boishakh 1427 poem
নাই কোনো ঢাক ঢোল,
উৎসব কলরব-
করোনা ভাইরাসে,
নিস্প্রাণ লাগে সব!
বাতাসে রঙ নেই,
মলিনতা আকাশে-
এবারের বৈশাখে,
সবকিছু ফ্যাকাশে!
শাড়ি নেই চুড়ি নেই,
বেলী নেই খোঁপাতে-
লাল নীল নেই টিপ,
ফুল নেই ঝোঁপাতে!
দূরে থেকে ভালোবাসা,
লেনদেন হৃদয়ের –
ঘরে থাকি ভালো রাখি,
স্বপ্ন’টা বিজয়ের!
করোনার বিদায়ে,
বিশ্ব’টা হাসবে-
সেই দিন ঠিক ঠিক,
বৈশাখ আসবে!!

Facebook Comments