icche pakhi bangla poem about bird
ইচ্ছে পাখি যা উড়ে যা ,
যেথায় যেতে চাস–
মন মাঝারের পিঞ্জিরাতে,
করিস না আর বাস!!
কখনো বা নীল আকাশে,
রংধনুর রঙ হবি-
ঝিলের জলে সোনা রোদে,
পদ্মপাতার ছবি!
পাহার ঘেঁষে সাগর চষে,
সবুজ কোনো দেশ,
মনের মতো যা রচে যা,
মধুর পরিবেশ!
মন্দ ভালোর দন্দ ভুলে,
সারা জগত ঘুর
চেনা চোখের অন্তরালে,
যা চলে যা দূর…!

Facebook Comments