bangla gojol lyrics modinar oi gul bagichay written by Abdul Lotif

মদিনার ঐ গুল বাগিচায়
ফুইটাছে এক ফুল
সেই ফুলেরই নাম রেখেছি
মোহাম্মদ রাসুল।

ফুটলো মা আমিনার কুলে
সেই ফুল দেখিয়া জগত ভুলে
তার রুপে ভোলে ফকির দরবেশ
ফেরেস্তা বুলবুল।

আপনি খোদা মজনু হয়ে
নিজ নামেরই সাথে
আমার মোহাম্মাদের নাম মিশালো
আওয়াল কালিমাতে।

আমার নবি মোস্তফা রে
খোদা বলেন দোস্ত যারে
ও নাম রাখতে গলার তাসবি করে
হয়না যেন ভুল।

Facebook Comments