Bangla chorakka aslam prodhan
ছড়াক্কা বিষয়ে কিছু কথাঃ
বাংলা ছড়াসাহিত্যের প্রাণপুরুষ সতীশ বিশ্বাস ‘ছড়াক্কা’র উদ্ভাবক ১৯৯৫ সালে ২৭ (সাতাশে) মে ছড়া লেখার আদল পাল্টিয়ে ‘ছড়াক্কা’ নামে নতুন এক পদ্ধতির উদ্ভাবন করেন। দুই বাংলার ছড়াকারগণ তাঁর নতুন এ পদ্ধতিতে ‘ছড়াক্কা’ লিখছেন।
৬ (ছয়) লাইনের ছড়া বা কবিতার প্রথম ও শেষ লাইনের অন্ত্যমিল সমান থাকবে আর মধ্যখানের ৪ লাইন প্রথম ও ৬ নং লাইন থেকে অপেক্ষমান ছোট থাকা ছড়ার নাম -‘ছড়াক্কা’।
পদ্মা সেতু
আসলাম প্রধান
লঞ্চ চলেছে নির্মানাধীন পদ্মা সেতুর নিচ দিয়ে-
যাচ্ছে দেখা, বিশেষজ্ঞ-
হাজার লোকের কর্মযজ্ঞ !
কদিন পরেই লক্ষ গাড়ি
স্বপ্নসেতু দেবে পাড়ি !
স্বনির্ভর এই বাংলাদেশে, উন্নয়নের শিস দিয়ে !
কোরবানির পশুর চিন্তা
আসলাম প্রধান
ট্রাকে চড়ে উঠব ফেরি, ব্রিজে-
তারপরে যে কোন্ শহরে
বেনামাজি- কার বাড়িতে
কে-যে ধরে, জবাই করে
কেটেকুটে নেয় হাঁড়িতে !
কিংবা রাখে শুঁটকি করে, ফ্রিজে!
Bangla chorakka aslam prodhan