Aminul islam mamuner desher kobita

সোনার বাংলাদেশ
আমিনুল ইসলাম মামুন

আবৃত্তি: বদরুল আহসান খান

শাপলা ফোটা বিল যেখানে হাসে
যে সবুজে স্বপ্ন হাজার ভাসে
যে আকাশে জ্বলে হাজার তারা
পাখির গানে হৃদয়টা হয় হারা
স্বপ্ন জাগায় বেশ
প্রিয় সোনার দেশ।

মানুষগুলো গাঁথে হৃদয় মালা
সম্পদে তার ভরা মাটির থালা
জন্ম দিল অনেক জ্ঞানী-গুণী
রাজনীতিবিদ লেখক পীর ও মুনি।
কোন সে আমার মা?
যার
হয় না তুলনা।

নদীগুলো দুগ্ধ স্রোতের মতো
দিনে-রাতে বইছে অবিরত
গা জুড়ানো হিমেল পরশ বয়
সে দেশটি তো যেমন তেমন নয়।
তার কোথায় অবস্থান?
যার জন্য সবাই মিলে
গায় হৃদয়ের গান।

বঙ্গোপসাগরের কোলে
তার বুকে নীল আকাশ দোলে
তার কথা কি লিখে বলো
যাবে করা শেষ?
সে আমাদের প্রাণ জুড়ানো
সোনার বাংলাদেশ।

স্মৃতির প্রিয় গাঁয় (কিশোর কবিতা )
আমিনুল ইসলাম মামুন

আমার দাদী আমার মা সঙ্গে আমার বোন
আজও আমার যায় হারিয়ে রসুইঘরে মন।
রসুইঘরে ঢেকি ছিল এবং ছিল চুলো
বোনের পায়ে থাকতো নূপুর থাকতো হাতে কুলো।
ঢেকির সাথে মা ও দাদী গড়তো মিতালী
সারাটি ক্ষণ তুলতো যেন সুরের গীতালী।

ধান ভেঙে আসতো চাউল কখনো বা গুঁড়ি
কুলোর সাথে ঝুনুর ঝুনুর বাজতো বোনের চুড়ি।
সেই চাউল ও গুঁড়ি থেকে পেতাম প্রাণের ছোঁয়া
চাউল থেকে মুড়ি হতো সেখান থেকে মোয়া।
মায়ের চোখে ঢেকির ছবি সেই ছবি এই মনে
বোনের হাতে কুলোর নাচন ভাসছে ক্ষণে ক্ষণে।

মাও আছে বোনও আছে নেই তো দাদী আজ
বোনটি গেল পরের ঘরে নিয়ে নতুন সাজ।
ঢেকি আজও স্মৃতির পাতায় অতীত মেখে যায়
আজও আমি যাই হারিয়ে স্মৃতির প্রিয় গাঁয়।

Aminul islam mamuner desher kobita

Facebook Comments