Allah Amar Provu lyrics written by Kazi Nazrul Islam
আল্লাহ্ আমার প্রভু
আমার নাহি নাহি ভয়
আমার নবী মোহাম্মাদ
যাহার তারিফ জগৎময়।
আমার কিসের শঙ্কা
কোরআন আমার ডঙ্কা
ইসলাম আমার ধর্ম
মুসলিম আমার পরিচয়।
কালিমা আমার তাবিজ
তাওহীদ আমার মুর্শিদ
ঈমান আমার বর্ম
হিলাল আমার খুরশিদ।
আল্লাহু আকবর ধ্বনি
আমার জিহাদ বানী
আখের মোকাম ফেরদাউস
খোদার আরশ যেথায় রয়।
Facebook Comments